A Brief Concept To Get Success in Online Business

A Brief Concept To Get Success in Online Business

বর্তমানে Passive Income এর একটি বেশ বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে অনলাইন থেকে টাকা উপার্জন যা তরুণদের মাঝে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। একজন নতুন উদ্যোক্তা যে কিনা তার ব্যবসা শুরু করতে চায় সে প্রথমেই ভাবছে Traditional Business Model এ না গিয়ে সরাসরি অনলাইন ভিত্তিক ব্যবসা শুরু করার। অনেকে জেনে বুঝে রিসার্চ করেই অনলাইন ব্যবসায় নামছে আবার অনেকে শুধুমাত্র অন্যের দেখাদেখি প্রলোভনে পড়ে স্রোতের সাথে গা ভাসিয়ে কোন রিসার্চ ছাড়াই এই ব্যবসায় নেমে পড়ছে। আসলেই অধিকাংশ তরুনদের ধারণা অনুযায়ী অনলাইন বিজনেস মানেই হচ্ছে যেন এক জাদুকরী ব্যাপার। কম খরচ ও পরিশ্রমে ঘরে বসে বসে অধিক টাকা উপার্জনের এক মোক্ষম উপায় যা প্রলোভিত করছে শত শত তরুনদের। অনলাইন ব্যবসা অবশ্যই বেশ লাভজনক এতে কোন সন্দেহ নেই তবে যারা এই ব্যবসায় নিজের সময় ও সম্পদ বিনিয়োগ করতে চায় তাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে এটি জাদুকরী কোন ব্যাপার নয়। অন্যান্য আর সকল ব্যবসার মতই এখানে আপনাকে আপনার আইডিয়া, টাকা, শ্রম ও সময় বিনিয়োগ করতে হবে এবং এ ক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আপনার আইডিয়াটি অবশ্যই Unique ও Out of The Box হতে হবে কারণ এই সেক্টরে এখন প্রচুর পরিমাণে প্রতিযোগীতা। এখানে আপনার Skill বা Product যদি সকলের থেকে আলাদা কোন Value Add করতে না পারে তবে কখনোই তা কাস্টমারের মনযোগ আকর্ষন করতে পারবে না। 

 
অনলাইন বিজনেস নানান রকম হতে পারে যেমন, E-commerece যার মধ্যে অনলাইনে সকল প্রকার পণ্যের কেনা বেচা সংক্রান্ত ব্যবসা অন্তর্ভুক্ত, সেই সাথে রয়েছে Outsourcing যেখানে রয়েছে Youtubing, Blogging, Graphic Desiging ইত্যাদী। তবে ব্যবসা যত প্রকারেরই হোক না কেন, যে অনলাইন থেকে টাকা উপার্জন করতে চায় তাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। E-commerce হোক বা Outsourcing, এখানে নিজের Idea, Skill ও Product কে কাস্টমারদের নিকট পৌছে দেয়া ও কাস্টমারদেরকে সন্তুষ্ট করা এ সব কিছুই অনেক দীর্ঘ সময় ধরে লেগে থেকে করতে হয়। তাই টাকার পরিমাণও শুরুতে নামমাত্র থাকে এবং যদি ধৈর্য্য ধরে ঠিক মত লেগে থেকে এর পিছনে সময় ও শ্রম ব্যয় করা যায় তবে সেই পরিমাণ এক সময় বাড়তে বাড়তে একটি লোভনীয় আকারে পরিণত হয়। আমরা সচারচর একটি কথা শুনে থাকি যে, Outsourcing করে ঘুমিয়ে ঘুমিয়ে টাকা উপার্জন করা যায়। আসলেই করা যায় কিন্তু একজন Outsourcer যে স্টেজে পৌছালে ঘুমিয়ে ঘুমিয়ে তার একাউন্টে টাকা চলে আসবে সেই স্টেজে পৌছাতে তাকে যথেষ্ঠ পরিমাণে শ্রম ও সময় বিনিয়োগ করতে হয় যা সকলের দ্বারা সম্ভব হয় না। অনেকেই অন্যের দেখা দেখি এ ধরণের কাজ গুলো শুরু করে ঠিকই কিন্তু কিছুদিন পরেই ধৈর্য্যের অভাবে এখান থেকে সরে আসতে বাধ্য হয়। তাই যারা অনলাইনের প্রতি আগ্রহী তাদের অবশ্যই উচিত আগে এ ব্যাপারে সকল প্রকার রিসার্চ করা এবং এ খাতে অন্য যারা সফল হয়েছে তাদের অভিজ্ঞতাগুলো শোনা। সাধারন মানুষ সব সময় কোন একজন সফল ব্যক্তিকে দেখলেই তাকে চোখ বন্ধ করে অনুসরণ করতে নেমে পড়ে কিন্তু এই সফলতার পিছনে ঐ ব্যক্তির পরিশ্রমের গল্পটা তারা কেউ জানতে চায় না। যদি তারা সেগুলো জানতো তবে বুঝতে পারতো যে এই পথ অনুসরন করে সফল সবার জন্য বিনিয়োগ করার মত যথেষ্ঠ টাকা, সময়, শ্রম ও ধৈর্য্য আদৌও তাদের আছে কিনা। তারা এই বিষয়গুলো রিসার্চ ও SWOT Analysis করে না বলেই তারা কোন ব্যবসাতেই স্থায়ী হতে পারে না। এক ব্যবসায় লস করে আরেক ব্যবসা শুরু করে। মাঝেখানে তাদের শুধু পন্ডশ্রমই হয়। 
 
সুতরাং অনলাইন ব্যবসা মানেই যে কম সময়ে টাকা উপার্জনের বিশাল সুযোগ এই ধারণা থেকে বের হয়ে আসুন। যদি সত্যিই আপনি অনলাইন ব্যবসাকে আপনার লক্ষ্য হিসেবে নিতে চান তবে আগে নিজের SWOT Analysis এবং Market ও Customer Research করুন। প্রচুর পরিমানে সময় দিন। সহজে ধৈর্য্যহারা হয়ে যাবেন না। এ খাতে লেগে থাকলে ফল একদিন আপনি পাবেনই। আর যদি মনে করেন এত কিছু  আপনি সামলাতে পারবেন না তবে আপনার টাকা, সময় ও ধৈর্য্য অন্য কোন সুবিধাজনক Traditional Business এ বিনিয়োগ করুন। আপনার যদি আইডিয়া ভাল থাকে এবং সঠিকভাবে সময় ও শ্রম দিতে পারেন তবে অনলাইনের থেকেও দ্রুত সময়ে আপনি সেখান থেকে ফল বের করে আনতে পারবেন। তাই যে কোন ব্যবসা সংক্রান্ত সিদ্ধান্ত নেবার আগে সর্বপ্রথম নিজেকে প্রশ্ন করুন, আপনি পারবেন তো ? আপনার উত্তরের উপরেই নির্ভর করবে আপনার ভবিষ্যত সফলতা ও ব্যর্থতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *