WITSA এর সভায় ড্যাফোডিল চেয়ারম্যান সবুর খান
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও উইসসা’র (ওয়ার্ল্ড আইটি সার্ভিসেস অ্যালায়েন্স) গ্লোবাল ট্রেড কমিটির চেয়ারম্যান মো. সবুর খান ১০ সেপ্টেম্বর ২০১৭ তে “ডিজিটাল স্বপ্নে বসবাস” প্রতিপাদ্যকে সামনে রেখে তাইওয়ানের তাইপে’তে অনুষ্ঠিত উইটসা বোর্ড অব ডিরেক্টরসের সভায় ‘ওয়ার্ল্ড কংগ্রেস অব আইটি-ডব্লিউসিআইটি-২০১৭’তে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) প্রতিনিধিত্ব করেছেন। সভায় উইটসার বোর্ড অব ডিরেক্টরসের সদস্যরা অংশ গ্রহণ করেন এবং উইটসা-অ্যাসোসিও কোলাবেরেশন, ডব্লিউসিআইটি ২০২২ বিড, উইটসা বিটুবি পোর্টাল, উইটসার এমার্জিং ডিজিটাল সলিউশন প্রোগ্রাম ২০১৭, উইটসা ফেলোশিপ প্রোগ্রাম, আইটিসিএ, উইটসা অ্যাওয়ার্ড ইত্যাদি বিষয়ে আলোচনা…