কিভাবে একটি Business Ideaকে সফলভাবে বাস্তবায়ন করা যায় ?
আমাদের মনে প্রায়ই একটি প্রশ্ন আসে যে কিভাবে একজন ব্যবসায়ী হওয়া যায়? আমার দ্বারা কি ব্যবসা করা সম্ভব? এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে আমার কাছে একটি Business Idea আছে। এখন কিভাবে আমি এই Ideaটি কাজে লাগিয়ে আমার ব্যবসা শুরু করবো?
আমরা সাধারণত জানি যে যদি কোন ব্যক্তি ব্যবসা শুরু করতে চায় তবে সর্বপ্রথম তাকে একটি কার্যকরী Business Idea তৈরী করতে হবে। তারপর Capital Money বা Investor সংগ্রহ করে সেটিকে বাস্তবায়ন করতে হবে। এখন আমরা যদি প্রতিটি মানুষকে জিজ্ঞেস করি তবে আমরা দেখবো যে প্রায় সবার কাছেই কিছু না কিছু Business Idea আছে যা তারা বাস্তবায়ন করতে ইচ্ছুক কিন্তু টাকা ও সুযোগের অভাবে পারছে না। এমনকি যে ব্যক্তি বছরের পর বছর চাকরি করে যাচ্ছে তার নিজের কাছেও Business Idea এর অভাব নেই। অর্থাৎ প্রত্যেকেই সুযোগ ও অর্থ পেলে ব্যবসায় নেমে পড়তে আগ্রহী, বর্তমানে সে যেই কাজ করুক না কেন।
অতঃপর এই মানুষদের মধ্যেই যদি কাউকে তার Idea বাস্তবায়নের সুযোগ করে দেয়া হয় তবে দেখা যায় যে অধিকাংশরাই তাদের ব্যবসাটি চালু করে বেশী দূর অগ্রসর হতে পারে না। লস করে আবার ফিরে আসে পূর্বের অবস্থানে এবং দোষ দিতে থাকে নানান কিছুর। কিন্তু আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে কেন তাদের ব্যবসাটি চললো না তবে আমরা দেখবো যে ব্যবসা শুরু করা অধিকাংশ ব্যক্তিরাই তাদের Ideaটি আদৌও বর্তমান বাজারে কাজ করবে কিনা ও এটিকে সফলভাবে বাস্তবায়ন করে এর থেকে মুনাফা অর্জন করা সম্ভব হবে কিনা তা নিয়ে কোন চিন্তা ভাবনা ও পরিকল্পনা করেনি। মূলত এটিই হচ্ছে বর্তমান বাজারে নতুন ব্যবসায়ীদের পতনের মূল কারণ।
আপনি মানুষের কাছে Idea এর কখনো কোন কমতি পাবেন না। কিন্তু আপনি যদি চিন্তা করে দেখেন যে সেই Idea গুলোর মধ্যে ঠিক কতগুলো বাস্তবায়ন যোগ্য ও মুনাফা আয় করতে সক্ষম তবে দেখবেন যে খুব কম Idea শেষ পর্যন্ত টিকে থাকবে। মুলত একটি ব্যবসা শুরুর আগে অনেক কিছু নিয়ে জরিপ করতে হয় যেমন,
- এই ব্যবসা Ideaটি ইতঃমধ্যে মার্কেটে বাস্তবায়ন হয়ে গেছে কিনা,
- যদি হয়ে থাকে তবে সেটি আদৌও মুনাফার মুখ দেখেছে কিনা,
- যদি মুনাফা হয়ে থাকে তবে পুনরায় আবার এই Idea নিয়ে মাঠে নামলে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে টিকে থাকা সম্ভব হবে কিনা,
- যদি সম্ভব হয়ে থাকে বা টিকে থাকতে হলে এই পুরাতন Idea এর মধ্যে নতুন আরো কি কি Value Add করা যায় যেন গ্রাহকের মনোযোগ আকর্ষন করা যায়,
- যদি আইডিয়াটি নতুন ও ফ্রেশ হয়ে থাকে তবে আদৌও এই পন্যের প্রতি গ্রাহকের চাহিদা আছে কিনা,
- চাহিদা যদি থেকে থাকে তবে সেটিকে কিভাবে আকর্ষনীয় ভাবে গ্রাহকের নিকট পৌছানো যায় তার Marketing Plan করা,
- এরপরে ব্যবসাটির জন্য একটি কার্যকরী স্থান ঠিক করা, যেখানে বসলে প্রতিদ্বন্দ্বির সাথে ভাল ভাবে টক্কর দেয়া যায়,
- প্রথম পর্যায়ে ঠিক কতটুকু টাকা লগ্নি করা উচিত, যেন অল্প হলেও মুনাফার দেখা পাওয়া যায়,
- যদি প্রথম চালানে মুনাফা অর্জন সম্ভব হয় তবে পরবর্তীতে আরো বেশী মুনাফা অর্জনে কি কি পদক্ষেপ নেয়া যায় তার পরিকল্পনা করা ইত্যাদী
এমন আরো অনেক বিষয় আছে যা একজন ব্যক্তিকে তার ব্যবসা শুরুর আগেই জরিপ করতে হবে। আর এই জন্য তাকে সময় নিতে হবে। বেশ সময় ধরে Market Study, Customer Analysis করতে হবে। তার Ideaকে ঘষে মেজে আরো বেশী মজবুত করতে হবে। Idea এর মধ্যে থাকা সকল দুর্বল দিক গুলোকে খুঁজে বের করে সেগুলো সমাধানের রাস্তা তৈরী করতে হবে। এমনকি কেউ যদি নিজের প্রতি Confident না থাকে যে তার দ্বারা ব্যবসা হবে কিনা তবে সে কয়েক বছর চাকরিও করে আসতে পারে কারণ চাকরি করলে একটি মানুষ বেশ কিছু দক্ষতা অর্জন করতে পারে যেমন, Punctuality, Analytical Skill, Leadership Skill, Management Skill, Team Work, Marketing Skill ইত্যাদী যা সে অনায়াসেই তার ব্যবসায় কাজে লাগাতে পারবে।
আগেই বলেছি আমাদের সমাজে Idea দেবার মত মানুষের কোন অভাব নেই। সেটা যে কোন সেক্টরের জন্যই প্রযোজ্য। প্রায় সকল সেক্টরেই দেখা যায় যে বড় বড় Idea দেবার বেলায় সকলে এগিয়ে আসে কিন্তু যখন সেটা বাস্তবায়নের কথা বলা হয় তখন আর কাউকে খুঁজে পাওয়া যায় না। এমনকি যে ব্যক্তি নিজে বড় বড় Idea দিচ্ছে তাকেই যদি ঐ Idea বাস্তবায়নের দ্বায়িত্ব দেয়া হয় তবে দেখা যায় যে সে দিশেহারা হয়ে গেছে অর্থাৎ তার নিজেরই জানা নেই কিভাবে তার নিজের Idea বাস্তবায়ন করবে। এই অজ্ঞতা ও অবহেলার কারণেই অনেক ভাল ভাল Idea ও অনেক সম্ভাবনাময় ব্যবসা অংকুরেই বিনষ্ট হয়ে যায় শুধু মাত্র বাস্তবায়নের অভাবে। তাই যেকোন Idea বা Business Idea প্রদানের আগে এটা খুঁজে বের করাটা সব থেকে জরুরী যে সেই Ideaটি আদৌও বাস্তবায়ন যোগ্য কিনা, একমাত্র তবেই সম্ভব হবে সেই Ideaটিকে একটি সফল পরিণতির দিকে নিয়ে যাওয়া অথবা সময়মত Ideaটিকে বাতিল করে দিয়ে অর্থ, সময় ও লোকবল সব কিছু বাঁচানো।