Young Generation Needs To Focus On Career & Skill Development, Leaving Aside The Western Non-culture
একটি দেশের সব থেকে বড় জনশক্তি হচ্ছে সেই দেশের তরুণেরা। আজকের যুবসমাজই হচ্ছে আগামীর ভবিষ্যত। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা লক্ষ্য করছি যে, তরুণদের যে বয়সে জ্ঞানের পরিধি বাড়ানোর সময়, যে বয়সে তরুণরা Innovation নিয়ে আলোচনা করবে, Entrepreneur হবে, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে লড়াই করে নিজের তারুণ্য প্রমাণ করবে তার পরিবর্তে বর্তমানে ৯৯% তরুণ তরুণী কিংবা ছাত্র ছাত্রীরা ভুল কালচার, গান-বাজনা ও অপসংস্কৃতিকে আঁকড়ে ধরছে। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানেও তারা পশ্চিমাদের নন-কালচার নিয়ে পড়ে রয়েছে। অন্যদিকে উন্নত দেশগুলোতে লক্ষ্য করলে দেখা যায়,…