অল্প বয়সে ব্যবসা শুরু করার সুবিধাগুলো কী কী?
অনেকেই আছে যারা চাকরী না করে ব্যবসা করার মাধ্যমে একজন Entrepreneur হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে আগ্রহী কিন্তু গ্রাজুয়েশনের পর বয়স কম থাকা ও কোন পূর্ব অভিজ্ঞতা না থাকার কারণে তারা ব্যবসায় নেমে পড়তে সাহস পায় না। তখন তারা সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকে যে ব্যবসা করবে নাকি চাকরী করবে। এই দোটানার মাঝে যদি সে কোন একটি চাকরীতে জয়েন করে ফেলে এরপর তার আর ব্যবসা করার বা Entrepreneur হবার স্বপ্ন কখনো পূরণ করা হয় না। তাই যারা মনে করেন যে অল্প বয়সে ব্যবসা শুরু করাটা বোকামী বা ভুল তাদের এই ধারণাটি ঠিক নয়। আপনি যদি অল্প বয়সে ব্যবসা শুরু করেন তবে আপনি অনেক ক্ষেত্রেই অনেক সুবিধা পাবেন যা বেশী বয়সে বা অভিজ্ঞতা লাভের পর ব্যবসা শুরুর পর তা পাবেন না। যেমন,
- যেহেতু আপনি অল্প বয়সে ব্যবসা শুরু করছেন তাই নিঃসন্দেহে ৯৯% লোক আপনাকে অবমূল্যায়ন করবে। তারা আপনাকে নিয়ে হাসাহাসি করবে ও আপনাকে খুব একটা গুরুত্ব দিবে না যার কারণে আপনি প্রতিযোগীতার বাজারে বেশ চাপমুক্ত থাকবেন এবং মানুষের প্রত্যাশার বোঝা আপনাকে বইতে হবে না।
- আপনি যে কোনও বয়স্ক ব্যক্তির চেয়ে ১০ গুণ বেশি মিডিয়া কভারেজ পাবেন কারণ মিডিয়া সর্বদাই তরুণ উদ্যোক্তাদের নিয়ে স্টোরী করতে আগ্রহী।
- আপনি একজন বয়স্ক ব্যবসায়ীর তুলনায় অনেক বেশী Fresh, Out of The Box ও যুগোপযোগী চিন্তা ভাবনা দ্বারা Business Strategy তৈরী করতে পারবেন যা আপনাকে মার্কেটে খুব জলদি নিজের অবস্থান তৈরীতে সাহায্য করবে।
- আপনি তরুণ হওয়ায় আপনার লাইফে কোন Loan, Family Responsibility বা Commitment এর চাপ খুব একটা থাকবে না। যার কারণে আপনি আপনার সমস্ত অর্থ ও সময় ব্যবসার পিছনে বিনিয়োগ করতে পারবেন। এইভাবে আপনি একাই ৩ বা ৪ জনের সমান কাজ করতে পারবেন।
- আপনি যদি First Time ব্যবসায় কোন ভুল করে থাকেন তবে সেই ভুল শোধরানো, লোকসান পূরণ ও এই ভুল থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়িয়ে আবার নতুন করে ব্যবসা শুরু করার জন্য অফুরন্ত সময় আপনি পাবেন।
- আপনি যদি অল্প বয়সে সঠিকভাবে ব্যবসা শুরু ও পরিচালনা করতে পারেন তবে আপনি তরুণ থাকাকালীন আপনার ব্যবসার সাফল্যগুলো উপভোগ করতে পারবেন এবং যে বয়সে গিয়ে আপনি অবসর নিবেন ততদিনে আপনি নিজেকে একজন অন্যতম সফল ব্যবসায়ী হিসেবে দেশে ও বিদেশে সম্মান অর্জন করতে পারবেন।