Importance of Human Values
আমরা যখন দোকান থেকে কোন প্রকার ইলেকট্রনিক জিনিস কিনতে যাই যেমন মোবাইল, টিভি, ফ্রিজ, কম্পিউটার ইত্যাদী, তখন দোকানদার আমাদেরকে ঐ জিনিসটির একটি নির্দিষ্ট সময়ের গ্যারান্টি/ওয়ারেন্টি দিয়ে থাকে যে এই জিনিসটি এই নির্দিষ্ট সময় পর্যন্ত ভাল থাকবে। অর্থাৎ প্রায় প্রতিটি জিনিসেরই একটি নির্দিষ্ট মেয়াদকাল থাকে। সেই মেয়াদের পরে উক্ত জিনিসটি আর কাজ করে না বা তখন ঐ জিনিসটির নানান রকম ত্রুটি দেখা দেয়। পাশাপাশি প্রায় প্রতিটি জিনিসেরই একটি User Manual থাকে, যেখানে উল্লেখ করা থাকে যে কিভাবে ঐ জিনিসটি ব্যবহার করতে হবে ও কিভাবে ব্যবহার করলে জিনিসটি ভাল থাকবে। আমরা যদি ঐ Manual অনুসরন না করি, তবে ঐ জিনিসটি দীর্ঘদিন টেকানো আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। মোটকথা, সব কিছুর জন্যই কিছু নিয়ম ঠিক করে দেয়া আছে যা মেনে চলা অত্যান্ত জরুরী।
Life Is Limited (জীবন সীমিত)
মানুষের জীবন সীমিত। সৃষ্টিকর্তা মানুষকে এই পৃথিবীতে একটি নির্দিষ্ট সময়ের জন্য পাঠিয়েছেন। অর্থাৎ আমরা দোকান থেকে কোন জিনিস কিনতে গেলে দোকানদার যেমন আমাদের ঐ জিনিসটির একটি নির্দিষ্ট সময়ের জন্য গ্যারান্টি/ওয়ারেন্টি দেয় তেমনি এই পৃথিবীর প্রতিটি মানুষেরই একটি নির্দিষ্ট মেয়াদকাল রয়েছে। সেই মেয়াদ শেষ হয়ে যাবার পর তাকে বিদায় নিতে হয় এই পৃথিবী থেকে। সুতরাং মানুষ যতই চেষ্টা করুক না কেন, তার সময় শেষ হবার আগেও তার মৃত্যু হবে না এবং সময় শেষ হবার পরেও সে আর বেঁচে থাকতে পারবে না। পৃথিবীতে প্রতিটি মানুষের জন্য যে সময়টি বরাদ্দ করে দেয়া হয়েছে তার প্রতিটি সেকেন্ডই মুল্যবান। সেই সাথে আমাদের প্রত্যেকের জীবনও সৃষ্টিকর্তার নিকট অধিক মুল্যবান যার কারণে আমরা যেমন দোকান থেকে কোন জিনিস কিনতে গেলে দোকানদার আমাদেরকে ঐ জিনসটির Manual অনুসরন করতে বলে, তেমনি সৃষ্টিকর্তাও আমাদের জন্য কিছু নির্দিষ্ট জীবন বিধান ও রীতি-নীতি ঠিক করে দিয়েছেন যেন আমরা আমাদের জীবনকে সঠিকভাবে পরিচালিত করতে পারি।
Allah Has A Manual For Us (আমাদের জন্য রয়েছে সৃষ্টিকর্তার বিধান)
মানুষকে সঠিকভাবে বেঁচে থাকতে হলে অনেক রকম নিয়ম-কানুন মেনে চলতে হয়। কি খাওয়া উচিত, কিভাবে চলা উচিত, কিভাবে কোন কাজটি করা উচিত, কিভাবে মানুষের সাথে ব্যবহার করা উচিত ইত্যাদী সব রকম বিধান সৃষ্টিকর্তা আমাদের জন্য তৈরী করে দিয়েছেন। আমরা যদি শুধু মাত্র খাওয়া-দাওয়ার কথাও চিন্তা করি তবেই আমরা দেখবো আমাদের জন্য রয়েছে কত প্রকার বিধি-নিষেধ। আমাদের শরীর ও মনের জন্য কোন খাদ্যটি উপযোগী হবে, কোন খাদ্যটি আমাদের জন্য ক্ষতিকর, কোন খাদ্যটি কিভাবে ও কত পরিমাণে খাওয়া উচিত সব কিছুই উল্লেখ করা আছে প্রায় সকল ধর্ম বিধানে। আমরা যদি শুধু মাত্র আমাদের খাদ্য রুটিনটি সঠিকভাবে মেনে চলতে পারি তবে আমরা নানান রকম রোগ থেকে মুক্ত থেকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু লাভ করতে সক্ষম হবো। পৃথিবীর ইতিহাস থেকে জানা যায় যে অনেক বড় বড় ভয়ংকর রোগ ও মহামারীর উদ্ভব ঘটেছে শুধু মাত্র নিষিদ্ধ জিনিস খাদ্য হিসেবে গ্রহণ করার কারণে। ইতিহাসের এই দৃষ্টান্তগুলো আমাদের জন্য এক প্রকার উদাহরণ স্বরূপ যে, আমরা যদি সৃষ্টিকর্তার বিধানকে অবহেলা করি তবে কিভাবে আমরা প্রকৃতির প্রতিশোধের স্বীকার হবো।
Manual For Our Eating Habit (আমাদের খ্যাদাভাসের বিধান)
শুধু মাত্র খাদ্যাভাসই নয়, আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে প্রায় প্রতিটি বিষয় সম্পর্কেই বিস্তারিত বিধান রয়েছে। আমরা জানি, মানুষের জীবনের ৪টি স্তর রয়েছে, শৈশব, কৈশর, যৌবন ও বার্ধক্য। এই ৪টি স্তরের প্রতিটি সময় আমাদের কখন কিভাবে ব্যবহার করা উচিত তার পূর্নাংগ বিধান আমাদের জন্য রয়েছে। সে সাথে আমাদের নিজেদের কিভাবে যত্ন নেয়া উচিত, পরিবারের প্রতি আমাদের দ্বায়িত্ব ও কর্তব্য কি, সমাজ ও দেশের প্রতি আমাদের দ্বায়িত্ব ও কর্তব্য কি সব কিছুই ঠিক করা রয়েছে। মানুষের সাথে ভাল ব্যবহার করা, মানুষের বিপদে পাশে এসে দাঁড়ানো, মানুষের প্রতি মানুষের মায়া-মমতা, ভালবাসা ও সৌহার্দ্যতা বজায় রাখা এ সব কিছুর দ্বারা আমরা খুব সহজেই চাইলে আমাদের চারপাশে একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারি। এ সব কিছুই সৃষ্টিকর্তা আমাদের জন্য নির্দেশ দিয়ে গেছেন।
Manual For Our Action (আমাদের কর্মের বিধান)
আমাদের জীবনের একটি বড় অংশ কাটে আমাদের কর্মক্ষেত্রে। আমাদের রুটি-রুজি সব কিছুই যার উপর নির্ভর করে সেই কর্মস্থান ও পেশা আমাদের জীবনের অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এই বিষয়েও সৃষ্টিকর্তা আমাদের জন্য বিধান তৈরী করে দিয়েছেন। মানুষের পেশা ও কাজ যাই হোক না কেন, সর্বদা কাজে সৎ থাকা, সততা দ্বারা সকলের সাথে ব্যবসা করা, মানুষকে না ঠকানো, কাজে ফাঁকি না দেয়া, নিষ্ঠার সাথে নিজের কোম্পানী বা প্রতিষ্ঠানের উন্নতির লক্ষ্যে কাজ করে যাওয়া, প্রতিষ্ঠানের কারো প্রতি কোন প্রকার হিংসাত্বক মনোভাব পোষন না করা, অন্যের উন্নতিতে ঈর্ষান্বিত হয়ে তার ক্ষতি না করা, প্রতিষ্ঠানের কোন প্রকার অর্থনৈতিক ক্ষতি না করা ইত্যাদী সব কিছুই রয়েছে সৃষ্টিকর্তার বিধানের অন্তর্ভুক্ত।
Importance To Follow Our Manual (আমাদের বিধান অনুসরণের গুরুত্ব)
Manual না মেনে কোন জিনিসকে যাচ্ছে তাই ভাবে ব্যবহার করলে যেমন নির্দিষ্ট মেয়াদ শেষ হবার আগেই তা নষ্ট হয়ে যায় তেমনি মানুষ যদি সৃষ্টিকর্তার তৈরী করে দেয়া বিধানকে অস্বীকার করে নিজের খেয়াল খুশি মত জীবন পরিচালনা করে তবে সে কখনো নিজেও সুখি হতে পারে না এবং তার আশে পাশের মানুষের জন্যও সে অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই, শুধু মাত্র নিজের জন্যই নয়, নিজের পরিবার ও সমাজের মানুষের কল্যাণের জন্য প্রতিটি মানুষের উচিত নিজের জীবন ও কর্ম সম্পর্কে সচেতন হওয়া। সকলকে মনে রাখতে হবে, মানুষ যতই হতাশায় জর্জরিত হয়ে নিজেকে তুচ্ছ মনে করুক না কেন, সৃষ্টিকর্তার নিকট তার জীবন অবশ্যই মূল্যবান এবং তার জীবনের সকল সমস্যার সমাধান একমাত্র সৃষ্টিকর্তার তৈরী করে দেয়া জীবন বিধানেই নিহিত রয়েছে। মানুষের উচিত শুধু সেই বিধানকে অনুসরণ করা, তবেই একমাত্র সম্ভব এই পৃথিবীতে শান্তি ও শৃংখলা কায়েম করা।