একটি Start-up এ বিনিয়োগ করতে গিয়ে একজন Investor কোন কোন বিষয়গুলোর সন্ধান করেন ?

একটি Start-up এ বিনিয়োগ করতে গিয়ে একজন Investor কোন কোন বিষয়গুলোর সন্ধান করেন ?

একজন Investor এর কাজই হচ্ছে নানান রকম ভাল ভাল বিজনেস আইডিয়াতে Invest করা। কিন্তু কোন Investor এত সহজে কোন ব্যবসায় বিনিয়োগ করে না। যে কোন ব্যবসা বা আইডিয়ায় বিনিয়োগ করার আগে সে চায় অনেক রকম ভাবে যাচাই বাছাই ও বিচার বিশ্লেষন করতে। তারই পরিপ্রেক্ষিতে একজন Investor বিনিয়োগ করার আগে কোন একটি নতুন ব্যবসা বা আইডিয়া থেকে যে সকল বিষয় গুলোর সন্ধান করে যা তাকে Convince করতে পারবে বিনিয়োগ করতে, চলুন এক নজরে দেখে নেয়া যাক…

একটি পরিমাপযোগ্য, Demandable ও সুদূরপ্রসারী আইডিয়া:
একজন Investor কে বিনিয়োগের জন্য রাজি করাতে হলে একজন Entrepreneur কে এমন একটি আইডিয়া তার সামনে উপস্থাপন করতে হবে যা বর্তমান মার্কেটে কাস্টমারের চাহিদা অনুযায়ী একটি Demandable আইডিয়া। সেই সাথে আইডিয়াটি হতে হবে সুদূরপ্রসারী ও পরিমাপযোগ্য অর্থাৎ যে কোন Investor এই আইডিয়ার Negative, Positive Side গুলো বিচার বিশ্লেষন করে এটি ভবিষ্যতের জন্য লাভজনক কিনা তা যেন পরিমাপ করতে পারে। প্রতিটি Investor বিনিয়োগ করার সময় যে কোন Entrepreneur এর কাছে এই বিষয়গুলোর খোঁজ করে। 
 
একটি শক্তিশালী, বিশ্বাসী ও যোগ্য Start-up Team: 
কেউ যখন একটি Business শুরু করতে চায় তখন তাকে দেখতে হবে যে তার দলে Start-up অভিজ্ঞতাসম্পন্ন যোগ্য ও বিশ্বাসী লোক আছে কিনা। একটি Start-up শুরু করার অর্থই হচ্ছে যে কোন সময় যে কোন ধরণের Challenge মোকাবেলা করার জন্য সর্বদা প্রস্তুত থাকা। একজন Entrepreneur এর আইডিয়াটি যদি অনেক বড় ও সুদূরপ্রসারী হয় তবে সেই আইডিয়াটি সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য তার একটি শক্তিশালী দল প্রয়োজন। আর এটাই একজন Investor বিনিয়োগ করার পূর্বে খোঁজ করে যে, তার বিনিয়োগকৃত টাকাগুলো যোগ্য হাতে যাচ্ছে কিনা অর্থাৎ বিনিয়োগ করা টাকাগুলোর সঠিকভাবে ব্যবহার করার সক্ষমতা এই দলটির আদৌও আছে কিনা। 

Brand Value বিশিষ্ট কোন একটি Established Start-up: 
অনেক Investor আছেন যারা শূণ্য থেকে শুরু করতে আগ্রহী নন অর্থাৎ নতুন একটি আইডিয়ার উপর বিনিয়োগ করে সেই আইডিয়াটিকে আস্তে আস্তে বড় একটি কোম্পানীতে রূপ দেয়াটা অনেক ক্ষেত্রে Risk এর ব্যাপার যা অনেক Investor রা করতে চান না। তাই অনেকে আছেন যারা মোটামুটি Established ও মার্কেটে পরিচিত কোন একটি Start-up কোম্পানীতে বিনিয়োগ করতে বা সেই কোম্পানীটি কিনে নিতে আগ্রহী। এতে করে Risk কম থাকে, কারণ ব্যবসাটি ইতঃমধ্যে সফলভাবে দাঁড়িয়ে গেছে। তাই তখন তারা ঐ দাঁড়িয়ে যাওয়া ব্যবসাটিকে আরো টাকা ও পরিকল্পনা দ্বারা এগিয়ে নিয়ে গিয়ে খুব অল্প সময়ের মধ্যে বড় কিছুতে রূপান্তর করতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *