এত Start-up শুরু হয়ে কেন ব্যর্থ হয়ে যায় ?

এত Start-up শুরু হয়ে কেন ব্যর্থ হয়ে যায় ?

ওয়ারেন বাফেট এবং বিল গেটসকে একটি সাক্ষাৎকারে তাদের জীবনে সাফল্যের পিছনে যে রহস্য তা জানতে চাওয়া হয়। অতঃপর তারা দুজনেই যখন এই প্রশ্নের উত্তর দেয়, তা শুনে সকলে অবাক হয়ে যায় কারণ তাদের সাফল্যের পিছনে কোন পরামর্শদাতা বা প্রযুক্তিগত দক্ষতা ছিল না। এমনকি ভাগ্যও ছিল না তাদের সাফল্যের পিছনে। ছিল একমাত্র Focus।

দুঃখের বিষয় হচ্ছে এখনকার যুগের বেশিরভাগ উদ্যোক্তাদের জীবনেই কোন Focus নেই। তারা স্রোতের সাথে গা ভাসিয়ে দিয়ে যে কোন কিছু শুরু করে দিতে পারে কিন্তু Focus করে সেই কাজটিকে এগিয়ে নিয়ে গিয়ে একটি সাফল্যময় অবস্থানে পৌছাতে পারে না। তাই জীবনে সফলতার পিছনে Focus এর গুরুত্ব অপরিসীম। জীবনের প্রতিটি ক্ষেত্রে ও কাজে Focus এর প্রয়োজন। আপনি Focus ছাড়া কোন কিছু পড়তেও পারবেন না। কিন্তু অনেকেই আছে যারা এক মিনিটের জন্যও কোন কিছুতে Focus ধরে রাখতে পারে না। এ ধরণের ব্যক্তিরা যখন উদ্দ্যোক্তা হিসেবে ব্যর্থ হয় তখন তারা এই ব্যর্থতার পিছনে তাদের অক্ষমতাকে লুকাতে সর্বদা সাথের লোকজনদেরকে কিংবা মার্কেটকে দোষারোপ করে। কিন্তু তারা নিজেরাও বুঝতে চায় না যে তাদের এই ব্যর্থতার পিছনে মূল কারণই হচ্ছে তাদের Focus এর অভাব।

সূর্যের সামান্য আলোকে কোন কাগজের উপর Focus করে ধরলে তা যেমন সেই কাগজটিকে পুড়িয়ে ফেলতে পারে, তেমনি জীবনে কোন কিছুতে Focus করলে সামান্য Resource দিয়েও অনেক বড় কিছু অর্জন করা সম্ভব। আপনি যদি উদ্দ্যোক্তা হিসেবে ব্যর্থ হন তবে হতে পারে যে আপনার পণ্য / পরিষেবাতে প্রযুক্তিগত ত্রুটি ছিল, হতে পারে যে আপনার টিমের লোকজনেরা অদক্ষ ছিল, হতে পারে যে আপনার পণ্যের মান খারাপ ছিল, হতে পারে যে আপনার মার্কেটিং ও প্রমোশন ঠিক মত কাজে আসেনি এমনও অনেক রকম কারণ থাকতেই পারে কিন্তু তার পরেও আপনার ব্যর্থতার প্রধান দোষটি আপনার কাধেই এসে পড়বে কারণ এই সব সমস্যা গুলো খুঁজে বের করে তার সমাধান করতে যে পরিমাণ Focus এর প্রয়োজন ছিল, তা আপনি দেননি।

কেউ যখন একটি ব্যবসা শুরুর সিদ্ধান্ত নেয় তখন তার আশে পাশের অনেকেই বলে যে এখন বাজার মন্দা চলছে, বাজারে এখন এই ব্যবসা চলবে না, লাভ হবে না ইত্যাদী ইত্যাদী। যারা এই কথা গুলোকে গুরুত্ব দেয় তাদেরকে দিয়ে কখনো ব্যবসা শুরু হয় না। আপনি খেয়াল করে দেখবেন বাজার যতই খারাপ যাক না কেন, কেউ না কেউ কিন্তু ঠিকই আছে যে মুনাফা করেই চলেছে। সেই ব্যক্তি আর আপনার মাঝে প্রধান পার্থক্যটাই হচ্ছে Focus করার ক্ষমতা। সময় যতই খারাপ যাক না কেন, যার Focus ঠিক থাকে, সে ছাইয়ের ভিতর থেকেও রত্ন খুঁজে বের করতে পারে। কোন একটি ব্যবসা সুষ্ঠু ভাবে পরিচালনা করে সেখান থেকে অর্থ উপার্জনের জন্য দরকার হয় একটি কার্যকরী Strategy আর এই Strategyটি তখনই তৈরী করা সম্ভব হয় যখন একজন উদ্দ্যোক্তা তার সম্পূর্ণ Focus প্রদান করে সেই ব্যবসায়। অমনোযোগী, চিন্তিত ও টেনশন যুক্ত মস্তিষ্ক দিয়ে কখনও Business Strategy হয় না। এর জন্য আপনার প্রয়োজন পরিপূর্ণ Focus। যখন আপনি নিজেকে সব ধরণের দুশ্চিন্তা ও কাজের চাপ থেকে মুক্ত করে চুপচাপ একটি বিষয়ে Focus করে কাজ করার দক্ষতা অর্জন করবেন, একমাত্র তখনই সাফল্য নিজে এসে আপনার হাতের মুঠোয় ধরা দিবে। অন্যথায়; আপনি যে ব্যবসাই শুরু করেন না কেন, আপনার ব্যর্থতা নিশ্চিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *