প্রথম পাঁচ বছরের মধ্যে Start-ups গুলি ব্যর্থ হওয়ার কারণগুলি কী কী ?
Entrepreneurship এখনকার সময়ের একটি আলোচিত বিষয় এবং অনেক তরুণরাই Entrepreneur হবার পথে পা বাড়ালেও দেখা যায় যে বেশির ভাগ ক্ষেত্রেই পাঁচ বছরের মধ্যে প্রায় ৮০% ছোট ছোট ব্যবসা ব্যর্থ হয়ে যায়। এর পিছনে রয়েছে নির্দিষ্ট কিছু কারণ যা প্রত্যেকের মনে রাখা উচিত যারা Entrepreneur হিসেবে নিজের Career গড়তে চায়।
মূলত যারা Entrepreneur হতে চায় এবং নিজের একটি ব্যবসা শুরু করতে চায় তাদের হাতে যদি এই মুহূর্তে বেশ ভাল পরিমাণের Cash টাকা থাকে তবে তাদের বেশিরভাগই খুব তাড়াহুড়ার মধ্যেই ব্যবসায় নেমে পড়ে। কিন্তু একটি ব্যবসা শুরু আগে এ ব্যাপারে যত প্রকার Research করা লাগে, Planning করা লাগে তার কোন কিছুই তারা করে না। তারা ভাবে যে তাদের হাতে যেহেতু Cash আছে তাই তারা ব্যবসায় টিকে যাবে কিন্তু কিভাবে তাদের এই টাকাকে সঠিকভাবে কাজে লাগিয়ে ব্যবসাকে বৃদ্ধি করা যায়, সেটা তাদের মাথায় কাজ করে না, যার কারণে তাদের ব্যবসা কম সময়ের মধ্যে ব্যর্থ হয়ে যায়।
অনেক ব্যবসায়ীরাই আছে যারা মনে করে যে তারা ব্যবসা একবার শুরু করতে পারলেই Customer আসা শুরু করবে ও তাদের পণ্য কিনবে। ব্যবসা তাদের কাছে হচ্ছে Passion এর মত। তারা আবেগ দিয়ে তাদের ব্যবসা পরিচালনা করতে চায়। কিন্তু তাদের এই ধারণা ভুল। ব্যবসা কোন আবেগ ও Passion এর বিষয় নয়। এটি পুরোটাই Logic এবং লাভ-লোকসানের খেলা। একটি ব্যবসার ভিতরে শত শত Sector রয়েছে। ব্যবসায়ের মালিক হিসাবে আপনাকে অবশ্যই সমস্ত Sector গুলি সম্পর্কে জানতে হবে এবং কার্যকরভাবে সেগুলো পরিচালনা করতে হবে বা সঠিক ব্যক্তিদের পরিচালনার কাজে নিয়োগ করতে হবে। মোট কথা আপনাকে আপনার চিন্তা-শক্তি ও দূরদর্শীতাকে কাজে লাগিয়ে প্রতিটি মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সেই সাথে আপনাকে অবশ্যই সৃজনশীল হতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে Market ও Customer এর চাহিদার সাথে সামঞ্জস্য রেখে আপনাকে আপনার ব্যবসা ও পণ্যের মান আরো আধুনিক ও উন্নত করতে হবে নইলে আপনি Market এর তিব্র প্রতিযোগীতায় টিকতে পারবেন না।
আপনাকে মনে রাখতে হবে যে ব্যবসা হচ্ছে একটি চ্যালেঞ্জ। আপনি যখন একটি ব্যবসা শুরু করবেন এটি আপনার সময়, শক্তি, সম্পদ গুলি শোষণ করতে থাকবে এবং আপনার ব্যক্তিগত জীবনেও নানাভাবে বাধা দেবে। ব্যবসার কাজে সময় দিতে গিয়ে আপনার নিজস্ব Personal Life বলে কিছু থাকবে না। আপনাকে জীবনে অনেক কিছুই Sacrifice, Compromise ও Adjust করতে হবে শুধু মাত্র ভবিষ্যতের লাভের কথা মাথায় রেখে।
আপনি যে ব্যবসায় থাকুন না কেন, আপনার দুটি বিষয়ে মনোনিবেশ করা উচিত।
Getting Customers
Making Sales
Customer ছাড়া কখনো কোন ব্যবসা চলতে পারে না। আর Customerদের কাছে পণ্য বিক্রির পরিমাণই নির্ধারণ করে দেয় ঐ ব্যবসার লাভ ও লোকসান। তাই এই দুটি বিষয়কে সঠিকভাবে গুরুত্ব না দিলে আপনার ব্যবসা কখনোই সফল হতে পারবে না।
সংক্ষেপে বলতে গেলে, ব্যবসায়ের ব্যর্থতার কারণ হচ্ছে ব্যবসায়ের মালিক হওয়া সকল স্তরের জনসাধারণের পক্ষে সম্ভব নয়। কারণ সকলের মন মানসিকতা, চিন্তা-শক্তি ও দূরদর্শীতা এক নয়। অনেকেই আছে যাদের চাকরি করতে ভাল লাগে, Safe Zone এ থাকতে ভাল লাগে, বড় ধরণের দ্বায়িত্ব নিতে ভয় লাগে। তাদের ব্যবসার মত Risk Zone এ না আসাই উচিত। ব্যবসা হচ্ছে Risk Takersদের জন্য যারা Out of The Box চিন্তা করতে সক্ষম এবং যেকোন Risky Responsibility ও Decision নিতে পিছপা হয় না। তাই ব্যবসা শুরুর আগে নিজের মনকে প্রশ্ন করুন, আপনি কোন Zone এ থাকতে চান। এই উত্তরটাই আপনাকে আপনার ব্যবসায় এগিয়ে নিয়ে যেতে ও সফল হতে সাহায্য করবে।