Art of Living Learning for Teachers & Admins
মানুষ সমাজবদ্ধ জীব। মানুষকে বেঁচে থাকতে হলে সমাজের মধ্যে সকলের সাথে মিলেমিশে এক সাথে বসবাস করতে হয়। আর এ জন্য মানুষকে তার কথা-বার্তা, চলা-ফেরা, আদব-কায়দা, আচার-আচরণ, নীতি-নৈতিকতা ইত্যাদী বিষয় সমূহের ব্যাপারে নিজেকে উন্নতরূপে গড়ে তুলতে হয় যেন সে তার গুণাবলী দ্বারা সমাজ ও পরিবারের উন্নতি সাধন করতে পারে। আর এসকল বিষয় গুলি শেখার একটি উল্লেখযোগ্য মাধ্যম হচ্ছে আর্ট অফ লিভিং। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর্ট অফ লিভিং বিষয়টি Academic Course এর অন্তর্ভুক্ত করে শুরু করেছে যেন এই ইউনিভার্সিটির শিক্ষার্থীদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলা যায়। কিন্তু আর্ট অফ লিভিং এমনই একটি বিষয় যা শুধু মাত্র শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই বিষয়টির পরিসীমা অনেক সম্প্রসারিত যার কারণে শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের Management অর্থাৎ স্টাফ থেকে শুরু করে অ্যাডমিন অফিসার এবং সকল Faculty এর শিক্ষক-শিক্ষার্থী সকলেরই উচিত এই বিষয়টি থেকে শিক্ষা নিয়ে নিজেদের গড়ে তোলা।
একটি বিশ্ববিদ্যালয়ের মূল প্রাণ যদি হয় শিক্ষার্থীরা তবে এর জ্বালানী শক্তি হচ্ছে অ্যাডমিন ও Faculty। অ্যাডমিনদের সঠিক ও দক্ষ নীতিমালা, পরিচালনা ও কার্যক্রমের মাধ্যমেই একটি বিশ্ববিদ্যালয় সামনে এগিয়ে যায় এবং শিক্ষকদের দক্ষ পরিচালনা ও পথনির্দেশনায় একটি জাতি গড়ে ওঠে ও এগিয়ে যায় সম্মৃদ্ধির পথে। আর এ জন্য তাদেরকে উভয়কেই সর্ব প্রথম যে বিষয়টি নিজেদের মধ্যে গড়ে তুলতে হবে, সেটি হলো সুন্দর ব্যবহার। আমরা সকলেই জানি, একমাত্র সুন্দর ব্যবহার দ্বারাই সুন্দর ব্যবহার পাওয়া সম্ভব। একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আসে শেখার জন্য। এই শিক্ষাটি কিন্তু শুধু মাত্র Academic শিক্ষা নয় যা তাদের সিলেবাসে থাকে। বিশ্ববিদ্যালয়ের Management ও Faculty থেকেও তাদের শেখার অনেক কিছু আছে যা তারা তাদের Professional ও Personal Life এ কাজে লাগাতে পারে।
একটি বিশ্ববিদ্যালয় কখনই একা শিক্ষার্থীরা চালাতে পারে না, একা শিক্ষকরা চালাতে পারে না এবং একা অ্যাডমিনরাও চালাতে পারে না। সকলের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠে একটি বিশ্ববিদ্যালয়। যার কারণে সকলেই সকলের নিকট প্রত্যাশা করে সুন্দর ব্যবহার, পরিপূর্ণ সহযোগিতা ও সর্বোচ্চ সেবা। কিন্তু এই সব কিছু একমাত্র তখনই সম্ভব হবে যখন প্রত্যেকেই তাদের নিজেদের মধ্যে আর্ট অফ লিভিং এর শিক্ষাটি গভীর ভাবে ধারণ করবে। শুধু মাত্র এক পক্ষ এটা মেনে চললে হবে না। আর্ট অফ লিভিং যেমন শিক্ষার্থীদের জানতে হবে ঠিক তেমনি জানতে হবে সকল অ্যাডমিনদের ও শিক্ষকদেরও কারণ শিক্ষার্থীরা কখনই একটি বিশ্ববিদ্যালয়কে আপন ভাবতে ও ভালবাসতে পারবে না যদি অ্যাডমিন ও শিক্ষকেরা তাদেরকে আপন না ভাবে। এক সময় শিক্ষার্থীরা Graduation শেষে নানান রকম দেশী-বিদেশী প্রতিষ্ঠানের অ্যাডমিন ও Facultyতে যোগদান করবে। শিক্ষার্থীরা যদি তাদের বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিন ও শিক্ষকদের কাছ থেকে সুন্দর ও Professional ব্যবহার পায় তবে এই শিক্ষা থেকে তারা নিজেরাও নিজেদেরকে তাদের Professional Life এ একজন যোগ্য ও সফল কর্মী হিসেবে গড়ে তুলতে পারবে অন্যথায় শিক্ষার্থীরা যত অ্যাডমিন ও Facultyদের কাছ থেকে অবহেলা ও হয়রানির স্বীকার হবে তত তারা মানসিকভাবে বিশ্ববিদ্যালয় থেকে দূরে সরে যাবে ও বাহিরের কুমন্ত্রনায় মেতে উঠবে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে নানান রকম অনৈতিক কাজে। তাই সর্বোপরি, সকলে মিলে এক জোট হয়ে একটি বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আর্ট অফ লিভিং এর শিক্ষার কোন বিকল্প নেই।