এত Start-up শুরু হয়ে কেন ব্যর্থ হয়ে যায় ?
ওয়ারেন বাফেট এবং বিল গেটসকে একটি সাক্ষাৎকারে তাদের জীবনে সাফল্যের পিছনে যে রহস্য তা জানতে চাওয়া হয়। অতঃপর তারা দুজনেই যখন এই প্রশ্নের উত্তর দেয়, তা শুনে সকলে অবাক হয়ে যায় কারণ তাদের সাফল্যের পিছনে কোন পরামর্শদাতা বা প্রযুক্তিগত দক্ষতা ছিল না। এমনকি ভাগ্যও ছিল না তাদের সাফল্যের পিছনে। ছিল একমাত্র Focus। দুঃখের বিষয় হচ্ছে এখনকার যুগের বেশিরভাগ উদ্যোক্তাদের জীবনেই কোন Focus নেই। তারা স্রোতের সাথে গা ভাসিয়ে দিয়ে যে কোন কিছু শুরু করে দিতে পারে কিন্তু Focus করে সেই…