How Does Bad Start-up Get Funding ?

How Does Bad Start-up Get Funding ?

এটি নিঃসন্দেহে সত্য যে একজন বিনিয়োগকারীকে বিনিয়োগ করার জন্য Convince করতে গেলে একজন উদ্যোক্তাকে বেশ শক্তিশালী, লাভজনক ও সুদূরপ্রসারী একটি আইডিয়া উপস্থাপন করতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে এর বিপরীত চিত্রও দেখা যায়, অর্থাৎ অনেক দুর্বল ও ভিত্তিহীন আইডিয়াও Convince করে ফেলে একজন বিনিয়োগকারীকে Fund প্রদান করতে। কিন্তু এটা কিভাবে সম্ভব ? চলুন, এ ব্যাপারটি সম্পর্কে আলোচনা করা যাক।

Lack of Information & Technology: অনেক ব্যবসায়ীরা আছে যারা তাদের ব্যবসার কাজের চাপের কারণে বর্তমান বিশ্বের নিত্য নতুন বিষয় ও প্রযুক্তি সম্পর্কে Update ও Upgrade থাকতে পারে না। তারা এতটাই ব্যস্ত থাকে যে সামান্য Google Search করার মত সময় ও সুযোগটাও তাদের থাকে না। এমনকি মোবাইল ব্যবহার করেও যে সারা বিশ্বে সকল প্রকার খবর এক নিমিষে পাওয়া যায় সে ব্যাপারেও তাদের কোন ধারণা থাকে না। যার কারণে অনেক সময় অনেক পুরনো চমকপ্রদ আইডিয়া দেখে তারা Convince হয়ে যায় বিনিয়োগ করতে।

 
Lack of Market Knowledge: বর্তমান সময়কার Update সম্পর্কে অজ্ঞ থাকার কারণে অনেক ব্যবসায়ীর বর্তমান বাজার ও কাস্টমার চাহিদা সম্পর্কে কোন ধারণা থাকে না। বর্তমানে বাজারে কোন পণ্যটি চলছে, কোন পণ্যটি লস করেছে, কোন পণ্যের প্রতি কাস্টমারদের চাহিদা আছে বা নেই এই বিষয় গুলো না জানার কারণে তাদের সামনে কোন Backdated আইডিয়া চমদপ্রদ আকারে উপস্থাপন করলে তারা খুব সহজে Convince হয়ে যায়।

Lack of Social Media Connection: অনেক বড় বড় ব্যবসায়ী আছে যাদের কোন Social Media Connection নেই অর্থাৎ তারা কোন Facebook, Instagram, Twitter, LinkedIn ইত্যাদী প্লাটফর্ম গুলো ব্যবহার করে না। আর এগুলো ব্যবহার না করার ফলে তারা International Market এর নানান প্রকার ব্যবসা ও পণ্য সম্পর্কে জানতে পারে না যা কিনা খুব সহজেই Social Media Marketing এর বদৌলতে সকলে জানতে পারছে। আর এই অজ্ঞতাই তাদেরকে উৎসাহিত করে Backdated আইডিয়াগুলোতে বিনিয়োগ করতে।

Lack of Research: অনেক বড় বড় ব্যবসায়ীরা এতটাই ব্যস্ত থাকে যে তাদের কাছে কোন একটি বিজনেস আইডিয়া আসলে সেটি নিয়ে Research করার মত সময় তাদের থাকে না। বর্তমান বিশ্ব, বাজার ও প্রযুক্তি সম্পর্কে অজ্ঞতা তাদেরকে তাদেরকে অলস করে ফেলে Research করার প্রতি। যার কারণে তারা উদ্যোক্তাদের প্রলোভনের জালে জড়িয়ে পড়ে এবং বিনিয়োগ করে নানান ভিত্তিহীন ব্যবসায়।

Lack of Start-up Knowledge: অনেক ব্যবসায়ী আছে যারা পুরনো ধ্যান ধারনা নিয়ে ব্যবসা করে। বর্তমান বিশ্বের সাথে তারা Updated নয়। অনেকে আছে যাদের Start-up সম্পর্কেই কোন ধারণা নেই যে কোন ধরণের ব্যবসাকে মূলত Start-up বলা হয়। এই অজ্ঞতার কারণে তারা এমন সব ব্যবসায় বিনিয়োগ করে ফেলে যেখান থেকে তাদের মুনাফা আয়ের কোন সম্ভাবনা নেই। 

Due To Staying Away From Business: অনেক ব্যবসায়ীরা আছে নানান কারণে দীর্ঘ সময়ের জন্য ব্যবসা ও তাদের কোম্পানী থেকে ব্রেক নেয়। অনেকে অবসরও নেয়। আর এই দীর্ঘ দিন ব্যবসা থেকে দূরে থাকার কারণে তারা বর্তমান বিশ্ব বাজার, কাস্টমার চাহিদা, প্রযুক্তি ইত্যাদী সম্পর্কে খোঁজ খবর রাখা বাদ দিয়ে দেয়। অন্য কোন কাজে বা অবসর জীবন-যাপন করে তারা। যার ফলে এই জ্ঞান গুলো সম্পর্কে তারা দিনের পর দিন পিছিয়ে যেতে থাকে। অতঃপর তারা যদি পুনরায় ব্যবসায় ফিরে আসে বা তাদের কাছে কেউ যদি কোন ব্যবসা আইডিয়া উপস্থাপন করে তবে যুগের সাথে Updated না থাকার কারণে অজ্ঞতা বশত প্রলোভনে পড়ে তারা উক্ত ব্যবসায় বিনিয়োগ করে বসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *