Importance of Innovation & Entrepreneurial Education in Bangladesh

Importance of Innovation & Entrepreneurial Education in Bangladesh

আমাদের দেশে প্রচুর মানুষ আছে যারা যে কোন সমস্যায় শুধু সমাধান ও আইডিয়া প্রদান করতে পারে কিন্তু সেই সমাধান ও আইডিয়াগুলোকে বাস্তবায়ন করার সময় তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। যার কারণে আমাদের দেশ ও সমাজের কখনো অগ্রগতি ও উন্নতি সাধন হয় না। তাই এখন সময় এসেছে আমাদের দেশের সকল প্রকার Innovative, Creative, Doers ও Entrepreneurial minded শিক্ষার্থীদের খুঁজে বের করার। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের লিডার। যারা দেশকে পরিবর্তন করতে চায় এবং প্রযুক্তিকে ব্যবহার করে দেশকে নেতৃত্ব দেবার সক্ষমতা রাখে, তাদেরকে যদি সঠিক দিকনির্দেশনার মাধ্যমে কাজে লাগানো যায় তবেই ভবিষ্যতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।

বাংলাদেশ একটি উদীয়মান বাজার যেখানে প্রচুর ব্যবসার সম্ভাবনা রয়েছে। এটি এখন ১৮০ মিলিয়নেরও বেশি জনসংখ্যার অধিকারী, যার জনসংখ্যার ৬০% এরও বেশি হচ্ছে ৬০ বছরের কম বয়সী আর এর অর্ধেকেরও বেশি জনসংখ্যা ২৫ বছরের কম বয়সী। বাংলাদেশ বিশ্বের সবচেয়ে কম বয়সী দেশগুলির মধ্যে অন্যতম। এখন, বিশ্বায়নের এই যুগে; এই বিশাল জনসম্পদের সঠিক ব্যবহার করার জন্য Innovation ও Entrepreneurship হচ্ছে একটি সঠিক চাবিকাঠি। উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন ছাড়া বেকার মানুষের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করা অত্যন্ত কঠিন। এই প্রজন্মকে আরও উদ্ভাবনী ও উদ্যোক্তা হিসেবে সফলভাবে গড়ে তোলার জন্য এটি একটি চমৎকার সুযোগ। এক্ষেত্রে প্রথমে আমাদের শিক্ষাব্যবস্থায় Innovation ও Entrepreneurship এই দুটি বিষয় যোগ করা প্রয়োজন।

শিক্ষাজীবনে থাকা অবস্থায় Innovation ও Entrepreneurship সম্পর্কে শেখা এবং অনুশীলন করা শিক্ষার্থীদেরকে অনেক রকম সুযোগ সুবিধা প্রদান করতে পারে, যেমন;

  • Innovation ও Entrepreneurship সম্পর্কিত জ্ঞান শিক্ষার্থীদের একটি নতুন ব্যবসার বিকাশের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় দক্ষতাগুলি প্রয়োগ করার জন্য তথ্য, প্রতিভা এবং গুণাবলী অর্জনে সহায়তা করে।
  • এটি শিক্ষার্থীদের একটি বিকল্প ক্যারিয়ারের পরিকল্পনা এবং আত্মবিশ্বাস প্রদান করে যে তারা নিজেরাই একটি ব্যবসা বা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠা করতে সক্ষম হবে।
  • এই জ্ঞান শিক্ষার্থীদের অত্যন্ত আকর্ষনীয় ব্যবহারিক শিক্ষার সুযোগ প্রদান করতে পারে, বিশেষ করে যখন শিক্ষার্থীরা তাদের পড়াশোনার স্বার্থে Market Field এ নেমে সত্যিকারের ব্যবসা সংক্রান্ত কাজ করা শুরু করে। 
  • Innovation ও Entrepreneurship Development শিক্ষার্থীদের শিক্ষাগত অভিজ্ঞতা এবং ভবিষ্যতের ক্যারিয়ারের সম্ভাবনা উভয়কেই সমৃদ্ধ করতে পারে, বিশেষ করে ক্ষুদ্র ও ছোট ব্যবসা সংক্রান্ত জ্ঞান তারা শিক্ষাজীবন থেকেই অর্জন করতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *