Art of Living Learning for Teachers & Admins
মানুষ সমাজবদ্ধ জীব। মানুষকে বেঁচে থাকতে হলে সমাজের মধ্যে সকলের সাথে মিলেমিশে এক সাথে বসবাস করতে হয়। আর এ জন্য মানুষকে তার কথা-বার্তা, চলা-ফেরা, আদব-কায়দা, আচার-আচরণ, নীতি-নৈতিকতা ইত্যাদী বিষয় সমূহের ব্যাপারে নিজেকে উন্নতরূপে গড়ে তুলতে হয় যেন সে তার গুণাবলী দ্বারা সমাজ ও পরিবারের উন্নতি সাধন করতে পারে। আর এসকল বিষয় গুলি শেখার একটি উল্লেখযোগ্য মাধ্যম হচ্ছে আর্ট অফ লিভিং। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর্ট অফ লিভিং বিষয়টি Academic Course এর অন্তর্ভুক্ত করে শুরু করেছে যেন এই ইউনিভার্সিটির শিক্ষার্থীদের যোগ্য মানুষ…