Post-Corona Revolution in Education
পৃথিবীতে এমন এক সময় আসবে, তা কী কেউ জানতো? কেউই জানতো না। তারপরও এসেছে। করোনা পুরো বিশ্বকে স্থবির করে দিয়েছে। বেঁচে থাকাই এখন প্রতিটি মানুষের একমাত্র উদ্দেশ্য। এত লেখাপড়া শিখে, এত টাকাকড়ি উপার্জন করে কী লাভ যদি বেঁচে থাকতেই না পারি? আবার একই সঙ্গে এটাও সত্য যে, বেঁচে থাকার পর এই পৃথিবীতে টিকে থাকব কী করে? শুধু শ্বাস-প্রশ্বাস চললেই তাকে বেঁচে থাকা বলে না। সুস্থ, সুন্দর ও স্বাভাবাবিকভাবে বেঁচে থাকার জন্য আরও অনেক কিছুর প্রয়োজন হয়। এজন্য নিজেকে তৈরি করতে…